নিজেদের সকল ফ্লাইট বাতিল ঘোষণার পর দেউলিয়া ঘোষণা করতে আদালতে আবেদন করেছে বার্লিনভিত্তিক এয়ারলাইন জার্মানিয়া। কোম্পানির পক্ষ থেকে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জার্মানিয়া মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অবকাশযাপন কেন্দ্রগুলোতে সানবাথে আগ্রহী জার্মানদের প্যাকেজ ভ্রমণের ব্যবস্থা করত। তারা ৩৭টি বিমান দিয়ে এই সেবা দিয়ে আসছিল। বছরে জার্মানিয়া ৪০ লাখ যাত্রীকে সেবা দিয়ে আসছিল।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কার্সটেন বাল্কে এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, স্বল্প সময়ে আমরা প্রয়োজনীয় তারল্য সংকট দূর করতে ব্যর্থ হয়েছি। এর ফলে দেউলিয়া ঘোষণার আবেদন করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।’
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার রাতে তারা বার্লিন আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন জানিয়েছে। মঙ্গলবার রাত থেকেই কোম্পানির সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। জানুয়ারি মাস থেকেই এই কোম্পানির অর্থনৈতিক সংকটের খবর প্রকাশিত হতে থাকে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম