মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশের নব-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের উদারতার ভূয়সী প্রশংসা করেন।
পম্পেও রোহিঙ্গাদের তাদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আকর্ষণীয় কূটনৈতিক ও শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত