ব্রেক্সিট ইস্যুতে বৃহস্পতিবার আবারও ভোটাভুটি হয়। এবারের ভোটেও হেরে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিন পার্লামেন্ট হাউস অব কমন্সে ভোটাভুটিতে ৩০৩-২৫৮ ভোটে হেরে যান তিনি।
এই হার তেমন গুরুত্বপূর্ণ না হলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে বলে বিরোধীরা বলছেন। থেরেসা মে ইইউকে আশ্বাস দিয়েছিলেন, তিনি পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করাতে সক্ষম হবেন।
বিরোধীলেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে’র ব্যর্থতা স্বীকার করা উচিত।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম