নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে গিয়ে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের টুইটে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক নেতারা। হামলার পরই ভারতীয় যুদ্ধবিমানের পাইলটদের স্যালুট জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ট্যুইট করে তিনি লেখেন, ‘আমি আইএএফ-এর পাইলটদের স্যালুট জানাই।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যনার্জিও আইএইফ (ইন্ডিয়ান এয়ার ফোর্স)-এর প্রশংসা করে ট্যুইট করে লিখেছেন, ‘আইএএফ-এর আরেকটি অর্থ হল ইন্ডিয়ানস অ্যামেজিং ফাইটারস। জয় হিন্দ।’
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘আমি আএএফ-এর পাইলটদের সাহসিকতাকে কুর্ণিশ জানাই, যারা পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে।’
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ট্যুইট করে জানান, ‘আমি আইএএফ তথা ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানাই।’
রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব জানান, ‘আমরা আমাদের বিমান বাহিনীর পাইলটদের স্যালুট জানাই। আমরা আমাদের বাহিনীর জন্য গর্বিত ও ধন্য। জয় হিন্দ।’
তবে রাহুল থেকে মমতা প্রত্যেকের ট্যুইটেই একটা বিষয় স্পষ্ট যে তারা কেউই বিমানবাহিনীর এই সাফল্যের কৃতিত্ব কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদিকে দিতে নারাজ। তাই বেশি শব্দ খরচ না করে বিমানবাহিনীকেই গোটা কৃতিত্ব দিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব