পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ভুয়া ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে ফাঁদে ফেলছে। এসব প্রোফাইলে ব্যবহার করা হচ্ছে ভারতীয় নারীদের নাম ও ছবি। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
একটি ফেসবুক প্রোফাইল শনাক্ত করার পর এ সতর্কতা জারি করা হয়। পাকিস্তানি গোয়েন্দা কর্তৃপক্ষের পরিচালিত এ আইডি থেকে ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তাদের ফ্রেন্ড রিক্যুয়েস্ট পাঠানো হচ্ছে।
বিষয়টি শনাক্ত করার পর ভারতীয় সামরিক কর্মকর্তাদের প্রোফাইলটি এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে।
সূত্র: এএনআই
বিডি প্রতিদিন/ফারজানা