পাকিস্তান বিমান বাহিনীর প্রধান মুজাহিদ আনোয়ার খান বলেছেন, পাকিস্তানের মাটিতে আবারও অভিযান চালাতে পারে ভারত। সেই অভিযান হতে পারে আকাশপথেই। হামলার আশঙ্কায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার দেশটির বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি ভারতের যে কোনো হামলা প্রতিরোধ করতে পাকিস্তান এয়ার ফোর্সের সকল অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি বলেছেন, ‘এখনও চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি। সবাই প্রস্তুত থাকুন।’
শত্রুদের বিরুদ্ধে কখনই নমনীয় মনোভাব দেখানো হবে না বলে জানিয়ে তিনি বলেন, আঘাত এলে পাল্টা জবাব দিতে হবে এবং সর্বদা সতর্ক থাকতে হবে।
ভারতের বিমান বাহিনীর হামলার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দেশের সাধারণ মানুষের সামনে আমরা মাথা নত করি। সর্বশিক্তমানের সামনেও আমরা মাথা নত করে থাকি তাকে সম্মান দেওয়া জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য।’
প্রসঙ্গত, কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গি হামলার জবাব দিতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বিমান বাহিনী। এসময় বালাকোটে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে বোমা মেরে ৩০০-৩৫০ জন জঙ্গি নিহত হওয়ার দাবি করা হয় ভারতের পক্ষে থেকে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেনি ভারত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন