বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকে নিহত জঙ্গির সংখ্যা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। ভারতীয় সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের পরিসংখ্যন দেখানো হয়েছে। এবার এক ইতালি সাংবাদিকের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হচ্ছে, ওই হামলায় নিহতদের মধ্যে ছিল এক আইএসআই অফিসার ও জইশের অন্যতম ট্রেনার।
কলকাতা টোয়েন্টিফোর সেভেন'র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগেই এক ইতালিয় সাংবাদিকের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, পাকিস্তানি গুপ্তচর সংস্থার আইএসআই কর্নেলের মৃত্যু হয়েছে। ইতালিও সাংবাদিক ফ্রানচেসকো মারিনো নিজের প্রতিবেদনে লিখেছেন, ভারতের এয়ারস্ট্রাইক বালাকোটে ১২ জন এমন ব্যক্তিকে হত্যা করেছে যারা পাকিস্তানের ছায়াযুদ্ধে গুরুত্বপূর্ণ ছিল। জইশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রাক্তন আইএসআই এজেন্ট, প্রাক্তন পাক সেনারা এ হামলায় নিহত হয়েছে।
ওয়ান ইন্ডিয়াতে-তে প্রকাশিত খবর অনুযায়ী, আইএসআই অফিসার সালিম কারি, জইশ ট্রেনার মৌলানা মইনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছর ধরে জইশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কর্নেল কারির। আফগানিস্তান ও ভারতের বিভিন্ন আপারেশন চালাতে নাকি সাহায্য করত ওই অফিসার।
১৫ বছর আগে বালাকোটে জইশের ঘাঁটির মানচিত্র তৈরি করেছিল ‘র’-এর প্রাক্তন অফিসার অমর ভূষণ। তিনি জানিয়েছেন, ওই ক্যাম্প জঙ্গিশূন্য হতেই পারে না। তাই এয়ার স্ট্রাইকের সময় সেখানে কেউ ছিল না, এই তত্ত্ব ভুল বলেই মনে করছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল