ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি-অভিযান চালিয়ে মোট ১৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল। মঙ্গলবার গভীর রাত ও বুধবার সকালে এক অভিযান চালিয়ে তাদের আটক করে ইসরাইলি সৈন্যরা।
পশ্চিম তীরের ১১ জন সহ মোট ১৯ ফিলিস্তিনিকে ইসরাইল আটক করা দাবি করেছে দ্যা পেলেস্টাইন ইরফরমেশন সেন্টার।
এদিকে সোমবার সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিব রকেট হামলা করলে এর জবাবে সন্ধ্যা থেকে দখলদার ইসরাইল বাহিনী প্রচণ্ড হামলা শুরু করে।
মিসরের মধ্যস্থতায় সোমবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে ফের হামলা শুরু করে ইসরাইল।ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করে তারা।
তবে ইসরাইল সেনাবাহিনীর দাবি, সংঘাতে না জড়াতে সতর্ক করতে তারা ফিলিস্তিনি ঘরগুলোতে গিয়েছে। ইসরাইলি বাহিনী তল্লাশির নামে প্রায়শই পশ্চিম তীর এবং জেরুজালেমে গ্রেফতার অভিযান পরিচালনা করে।
ফিলিস্তিনিদের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলি বাহিনীর হাতে আটক ৫৭০০ ফিলিস্তিনি অমানবিক জীবনযাপন করছে। যার মধ্যে ৪৮ জন মহিলা এবং ২৩০ জন শিশু।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন