দীর্ঘদিন ধরেই কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান চরমে। পুলওয়ামাকাণ্ডের পর দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সন্ত্রাসবাদ নিয়ে বারবার পাকিস্তানকে বার্তা দেয়ার দাবি ভারতের।
স্থানীয় গণমাধ্যমের সঙ্গে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেন। তিনি বলেন, জঙ্গি হামলার পর পাকিস্তানকে একঘরে করতে সফল ভারত। তার মতে, মুসলিম দেশগুলোতে একঘরে হয়ে গেছে পাকিস্তান।
তিনি আরও বলেন, ১৯৬৯ সালে ওআইসি দেশগুলোর সম্মেলনে ভারত আমন্ত্রিত হলেও, পাকিস্তানের চাপে সে যেতে পারেনি। কিন্তু ওআইসি-র ৫০তম সম্মেলনে অনেক চেষ্টা করেও ভারতকে উপস্থিত থাকা থেকে আটকাতে পারেনি পাকিস্তান।
এই প্রসঙ্গেই তিনি বলেন, নরেন্দ্র মোদির বিদেশ সফরের জন্যই মুসলিম দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এতো দৃঢ় হয়েছে যা পাকিস্তানকে আরও চাপে ফেলে দিয়েছে।
বিডি প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৯/আরাফাত