বিভিন্ন ক্যাটাগরির মধ্যে (এবিসিডি) ভোটারদের ভাগ করার কথা বলে ভারতের বিজেপি দলের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী আবারও বিতর্কে জড়িয়েছেন। মানেকা গান্ধীর নতুন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।
এর আগে মুসলিম ভোটারদের উদ্দেশে এক মন্তব্য করে বিতর্ক জড়ান মানেকা গান্ধী।
লোকসভা নির্বাচনের ভোট প্রচারে গিয়ে মানেকা গান্ধী বলছেন, যেখান থেকে ৮০ শতাংশ ভোট আসবে তারা 'এ' ক্যাটাগরির ভোটার। যে স্থান থেকে ৬০ শতাংশ ভোট আসবে তারা 'বি' ক্যাটাগরির ভোটার। যেখান থেকে ৩০ শতাংশের কম ভোট আসবে তারা 'ডি' ক্যাটাগরির ভোটার।
আর এই ক্যাটাগরির বিভাজন অনুযায়ী মানেকা গান্ধী কাজ দেওয়ার সময় বা চাকরির ক্ষেত্রে কাদের কথা আগে ভাববেন তা নির্ধারন করা হবে।
প্রসঙ্গত, এর আগে মুসলিম ভোটারদের উদ্দেশে প্রচ্ছন্ন হুমকির সুরে একাধিক মন্তব্য করেন মানেকা। তিনি বলেছিলেন, মুসলিম ভোটাররা বিজেপিকে ভোট দিলেই কেবল কাজ পাবেন। ওই মন্তব্যের পর কমিশনে মানেকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চিঠিও দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন