নাইজেরিয়ায় ভারতীয় পাঁচ নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
এ বিষয়ে নাইজেরিয়ান সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত নাবিকদের মুক্তির ব্যবস্থা করতে দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অভয় ঠাকুরকে নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার টুইটারে এক বার্তায় সুষমা স্বরাজ বলেন, আমি নাইজেরিয়ায় জলদস্যুদের হাতে পাঁচ ভারতীয় নাবিক অপহরণের খবর দেখেছি। তাদের মুক্তির জন্য ভারতীয় হাই কমিশনারকে নাইজেরিয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিতে বলেছি।
বিডি প্রতিদিন/কালাম