২৭ মে, ২০১৯ ০৮:৩৯
খবর আল জাজিরা'র

জরুরি বৈঠকে কাতারের আমিরকে আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ

অনলাইন ডেস্ক

জরুরি বৈঠকে কাতারের আমিরকে আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ

ফাইল ছবি

ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজমান। এমন পরিস্থিতিতে সৌদি আরবের মক্কা নগরিতে দুটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের এই বৈঠকে কাতারকে আমন্ত্রণ জানিয়েছে  সৌদি আরব।

সম্প্রতি আরব আমিরাত উপকূলে চারটি তেল ট্যাংকারে ও সৌদি আরবের তেল পাম্পিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়েছে। উপসাগরীয় সহযোগিতা সংস্থার(জিসিসি) প্রধানের মাধ্যমে কাতারের কাছে আমন্ত্রণের চিঠি হস্তান্তর করে সৌদি আরব।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তার নিজ দেশে আয়োজিত দুটি বৈঠকে কাতারকে এ আমন্ত্রণ পাঠিয়েছেন। উপসাগরীয় আরব শাসকদের এ বৈঠকে উপস্থিত থাকতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আমন্ত্রণ গ্রহণ করেছেন।


বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর