হংকংয়ে শহরের একদল মধ্যবয়সী নারীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার অধিবাসী। এই নারীরা নাকি ‘দাইমা’ বা ‘ড্যান্সিং আন্টি’ বলে পরিচিত। বিক্ষোভকারীদের অভিযোগ, চীনের মূল ভূখণ্ড থেকে আসা এসব নারী হংকংয়ের পার্কগুলোতে উচ্চ ও কানফাটানো শব্দে গান বাজান। এছাড়া গানের সঙ্গে অশ্লীল নাচের মাধ্যমে পরিবেশ দূষণ ঘটাচ্ছেন।
বারবার অভিযোগ জানানো হলেও এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় ‘দাইমা হটাও, পার্ক বাচাও’ আন্দোলন নামে বিক্ষোভকারীরা।
জানা গেছে, ড্যান্সিং আন্টিদের প্রধান পছন্দের জায়গা শহরের বড় পার্ক ‘তুয়েন মুন’। শনিবার বিকালে এ পার্কটিকেই ঘেরাও করেন বিক্ষোভকারীরা। জনতার তোপের মুখে নাচ-গান ফেলে পিছু হটতে বাধ্য হন নাচনেওয়ালিরা। কেউ কেউ পার্কের টয়লেট বা নিরাপদ স্থানে লুকিয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ঘেরাও করে রাখার পর পুলিশ তাদের উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল