ভারতের এয়ারলাইন এয়ার ইন্ডিয়া তাদের বিমানে জমজমের পবিত্র পানি বহন নিষিদ্ধ করেছিল। এরপর ভারতীয় প্রবাসীরা এই নিষেধাজ্ঞায় অসন্তোষ প্রকাশ করেন। পরে মঙ্গলবার সকালে এয়ারলাইনটির ট্যুইটার হ্যান্ডলে বিষয়টি নিয়ে ক্ষমা চাওয়া হয় এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। খবর গালফ্ নিউজ'র।
এয়ার ইন্ডিয়া জানায়, AI966 ও AI964 এ যাত্রীদেরকে জমজমের পানির পাত্র বহন না করতে দেয়া নির্দেশনাটি সংশোধন করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী যাত্রীরা তাদের অনুমোদনযোগ্য লাগেজের সঙ্গে জমজমের পানির পাত্র বহন করতে পারবে। এর আগে দেয়া নির্দেশনাটির জন্য যাত্রীরা যে অসুবিধা ভোগ করেছে, তার জন্য ক্ষমাপ্রাথর্নাও করেছে ভারতীয় এয়ারলাইনটি।
এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞাটি ছোট বিমানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তিনি নাম না প্রকাশের শর্তে আরও জানান, ছোট বিমানগুলোতে জায়গা স্বল্পতার জন্য অভ্যন্তরীণভাবে বিষয়টি উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল