ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দুবাই প্রবাসীর স্ত্রী সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর ভাই ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের মার্চ মাসে ফেনী পৌর এলাকার এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী জীবিকার তাগিদে দুবাই চলে যান। প্রবাসে অবস্থানকালেও তিনি স্ত্রীকে নিয়মিত অর্থ পাঠাতেন এবং সংসারের যাবতীয় খরচ নির্বাহ করতেন।
তবে এ সময়ের মধ্যেই গৃহবধূর মোবাইল ফোনে সখ্য গড়ে ওঠে ফেনীর সোনাগাজী উপজেলার সাঈদ আকাশ নামের এক তরুণের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।
পরকীয়ার টানেই প্রবাসীর পাঠানো সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার (মোট আনুমানিক মূল্য ১২,৩৭,৫০০ টাকা), নগদ দুই লাখ টাকা ও কাপড়-চোপড়সহ অন্যান্য ব্যবহার্য সামগ্রী নিয়ে গত ৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে আকাশের সঙ্গে অজ্ঞাত স্থানে পালিয়ে যান ওই গৃহবধূ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন