এবার আদালতের কাঠগড়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমান। শ্রমিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার ফ্রান্সের একটি আদালতে হাসার এ বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বরে হাসা বিনতে সালমান তার বাসায় একজন শ্রমিক নিয়োগ করেন। কিন্তু ওই শ্রমিক হাসার একটি ছবি তুলে বিক্রি করতে চাওয়ায় ক্ষুব্ধ হন তিনি। দেহরক্ষীর মাধ্যমে ওই শ্রমিককে বেধড়ক মারধরের পর তাকে হাসার পায়ে চুম্বন করতে বাধ্য করা হয়।
এ ঘটনায় দেহরক্ষীকে মূল অভিযুক্ত করা হয়। আর হাসা বিনতে সালমানকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। এরপর শ্রমিক নির্যাতনের মামলায় ২০১৮ সালের মার্চে ফ্রান্সের একটি আদালত হাসা বিনতে সালমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার