সম্প্রতি চীনের পশ্চিম জিনজিয়াংয়ে মুসলিম শিশুদের কৌশলে তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠে। তবে বিষয়টি অস্বীকার করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হচ্ছে তা আদৌ সত্য নয়। খবর বিবিসি'র।
বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাত্কারে চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং দাবি করেন, সম্প্রতি তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সত্যতার নিরিখে করা হয়নি। মুসলিম শিশুদের তাদের অভিভাবক থেকে আলাদা করা হচ্ছে তা মোটেও ঠিক নয়।
বরং তিনি বলেছেন, উগ্রবাদকে মোকাবিলা করতে উইঘুর সম্প্রদায়ের সদস্যদের শিক্ষায় সম্পৃক্ত করা হচ্ছে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে; কিন্তু বিবিসির করা সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুসলিম শিশুদের তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এর মাধ্যমে তাদেরকে ধর্মীয় বিশ্বাস, ভাষা ও সংস্কৃতি থেকে আলাদা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল