পকেটমারকে ধরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন শাকিল শেখ (৫২) নামের এক ব্যক্তি। পকেটমারকে তো ধরতে পারলেনই না, উল্টো প্রাণ হারাতে হলো। ভারতের মুম্বাই শহরের একটি রেলওয়ে স্টেশনে রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মুম্বাইয়ের বাসিন্দা শাকিল শেখ তাজ গ্রুপ অব হোটেলে কাজ করতেন। তার সংসারের স্ত্রী ও দুই ছেলে রয়েছে। সহকর্মীদের সঙ্গে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন তিনি। পকেটমার তার হাত থেকে ফোন নেয়ার সময় শাকিল শেখ টের পাননি। পরে পকেটমারকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। কিন্তু ভারসাম্য হারিয়ে একই ট্রেনের নিচে চাপা পড়েন তিনি।
প্রচুর রক্তক্ষরণের পর ঘটনাস্থলেই মারা যান শাকিল শেখ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই মর্মান্তিক দৃশ্য। পকেটমারের ছবিও সামনে এসেছে। তাকে আটকে অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা