নিজেদের সৃষ্টিশীলতার কারণে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেন, ইরান এখন স্থলযুদ্ধের ক্ষেত্রে এমন শক্তি অর্জন করেছে যে, শত্রুকে যেকোনো যুদ্ধে পরাজিত করতে সক্ষম।
গতকাল মঙ্গলবার ইরানের পবিত্র নগরী মাশহাদে আইআরজিসি’র কমান্ডার ও স্থল বাহিনীর কর্মকর্তাদের এক বৈঠকে জেনারেল সালামি এ মন্তব্য করেন।
আইআরজিসি’র স্থল বাহিনীকে ইরানের কৌশলগত বাহিনী হিসেবে উল্লেখ তিনি বলেন, নিজেদের সৃষ্টিশীলতার কারণে আইআরজিসি’র স্থল বাহিনী এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনীতে পরিণত হয়েছে।
জেনারেল সালামি সেনা কমান্ডারদেরকে ধন্যবাদ দিয়ে বলেন, “আমরা স্থলের কোনো যুদ্ধ পরাজিত হব না।” এ সময় তিনি বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৯/মাহবুব