কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে যারা বিরোধিতা করছেন তাদের কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সমালোচকদের ব্যঙ্গ করে বলেছেন, এই বিশেষ গোষ্ঠীর হৃদয় মাওবাদী ও সন্ত্রাসের জন্য কাঁদে।
বুধবার আইএএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি এসব কথা বলেন। মোদি জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের আশ্বস্ত করে আরও বলেছেন, আপনাদের প্রতিনিধি আপনাদের থেকেই নির্বাচিত হবে। আপনাদের আগের মতো সাংসদ থাকবে, মন্ত্রিপরিষদ থাকবে, মুখ্যমন্ত্রী থাকবে। নতুন এই সিদ্ধান্তে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমরা জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে চাই।
সমালোচকদের উদ্দেশ্যে মোদি বলেন, কাশ্মীর ইস্যুতে যারা বিরোধিতা করছেন তারা সেই একই লোক যারা সাধারণ মানুষের কল্যাণে আসে এমন সবকিছুর বিরুদ্ধে বিক্ষোভ করে।
সরকারে বিরোধিদের উদ্দেশ্যে মোদি বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে। তাদের মতকে আমি শ্রদ্ধা করি। আমরা তাদের উদ্বেগে সাড়াও দিচ্ছি। কিন্তু জাতীয় স্বার্থের বিষয়েও তাদের শ্রদ্ধা দেখানোর অনুরোধ করবো। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/ফারজানা