ইরাকে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে দাবি করেছে সেখানকার ইসলামি সংগঠন হিজবুল্লাহ। এছাড়াও ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে হাশদ আশ-শাবির অস্ত্র গুদামে বিস্ফোরণের পর সংগঠনটি এক বিবৃতে বলেছে, এটিই যুক্তরাষ্ট্রের জন্য ‘শেষ হুঁশিয়ারি’।
বিবৃতিতে বলা হয়, হাশ্দ আশ-শাবির অস্ত্রগুদামে বিস্ফোরণসহ সাম্প্রতিক ঘটনাবলীর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মনে রাখতে হবে, ইরাকে অবস্থিত সব মার্কিন ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বলছি, নতুন করে এ ধরণের ঘটনা ঘটলে কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার রাতে বালাদ বিমানঘাঁটিতে হাশ্দ আশ-শাবির অস্ত্রগুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে হাশ্দ আশ শাবি'র অস্ত্রাগারে দু'টি বিস্ফোরণের ঘটনা ঘটলো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন