ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত ব্যক্তিরা পিডিপি নেতার নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে গেছে। আজ শুক্রবার কিশতেওয়াড়ের পিডিপি নেতা শেখ নাসিরের নিরাপত্তা পরিসেবা কর্মকর্তার কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়া হয়েছে। পিডিপি নেতার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা দ্রুত ওই ঘটনার খবর স্থানীয় থানায় জানালে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে। খবর পার্সটুডের।
কিশতেওয়াড়ের ডেপুটি কমিশনার এ এস রানা রাইফেল ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করে ওই ঘটনায় তল্লাশি চলছে বলে জানিয়েছেন। গণমাধ্যমের একটি সূত্র বলছে, আজ বেলা সাড়ে ১১ টা নাগাদ অজ্ঞাত তিন ব্যক্তি কিশতেওয়াড়ের গুরিয়ন মহল্লায় যায়। এই এলাকাতেই পিডিপি নেতা শেখ নাসির থাকেন। সেখানে মোতায়েন থাকা নিরাপত্তা কর্মকর্তার উপরে আচমকা হামলা চালিয়ে তাকে মারধর করে তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও ম্যাগজিন ছিনিয়ে নেয়।
হামলাকারীরা নিরাপদে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও হামলাকারীদের সন্ধান পাওয়া যায়নি। ওই ঘটনার পরে সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করা হয়। এদিকে, আজ জুমা নামাজকে কেন্দ্র করে শ্রীনগরসহ বেশ কিছু এলাকায় নতুনভাবে ১৪৪ ধারা জারি করা হয়। যেসব এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয় তারমধ্যে হজরতবাল ও শ্রীনগর ডাউন টাউনের ৫ থানা এলাকা রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক