জাতি বিদ্বেষী পোস্ট করার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক বলেছে, ঘৃণা ছড়ানো মন্তব্য করার কারণে তার পেজ বন্ধ করে দেয়া হয়েছে।
‘আরবা ইসরায়েলের নারী, পুরুষ, শিশু সবাইকে ধ্বংস করতে চায়’ এমন একটি মন্তব্য করার কারণে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নেতানিয়াহু ফেসবুকে প্রচারণা চালাতে একটি পোস্ট দেন। আর তাতেই আরব বিদ্বেষী ঘৃণাত্মক মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এক দিন আগে নির্বাচনে জিতলে পশ্চিম তীরের জর্দান উপত্যকা দখল করার অঙ্গীকার করেছিলেন নেতানিয়াহু। ইহুদি ডানপন্থী দল লিকুদ পার্টির চেয়ারম্যান নেতানিয়াহু আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের জন্য লড়ছেন। নির্বাচনে জনসমর্থন পেতে কট্টর জাতীয়তাবাদী বক্তব্য দিচ্ছেন ৬৯ বছর বয়সী এই নেতা।
সর্বশেষ এই পোস্টের ব্যাপারে নেতানিয়াহু বলেছেন, তিনি এমনটি লেখেননি। এর জন্য দায়ী তার অফিসের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আরাফাত