ইমরান খানের দলের মন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে ভারতকেই বিশ্বাস করছে গোটা বিশ্ব, পাকিস্তানকে নয়। পাকিস্তানের মন্ত্রী ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ বলেন ইসলামাবাদের এতো প্রচেষ্টা সত্বেও ভারতকেই সবাই বিশ্বাস করছে।
সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের অভিজাত লোকেরাই দেশটাকে শেষ করে ফেলেছে। আমরা সবাইকে বলছি যে ভারত কার্ফু জারি করে রেখেছে। ওষুধ দিচ্ছে না। অথচ কেউ আমাদের কথা বিশ্বাস করছে না।
মন্ত্রী আরও দাবি করেছেন, জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার পিছনে কয়েক লাখ টাকা খরচ করেছে পাকিস্তান। মূল স্রোতে ফেরাতে জামাত-উদ-দাওয়া সংগঠনে পিছনে কয়েক মিলিয়ন খরচ করেছে ইমরান খান সরকার।
হাম নিউজ নামে এক পাকিস্তানি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, জামাত-উদ-দাওয়ার পিছনে আমরা কয়েক মিলিয়ন খরচ করেছি। ওই দলের সদস্যদের মূল স্র্রোতে আমাদের ফিরিয়ে আনা দরকার।
বিডি প্রতিদিন/আরাফাত