ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো বন্ধু থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত্রুর প্রয়োজন নেই।
ইসরায়েল মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউজের আশপাশে আড়িপাতার যন্ত্র বসিয়েছিল বলে মার্কিন পত্রিকা ‘পলিটিকো’তে সংবাদ প্রকাশিত হওয়ার পর জারিফ এ মন্তব্য করলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেইজে লিখেছেন, “বি টিম আবারো হামলা চালিয়েছে। ” তিনি আরো লিখেছেন, “যে ব্যক্তি আমেরিকার কোষাগার খালি করে ফেলার পাশাপাশি মার্কিন পররাষ্ট্রনীতিকে পণবন্দি করে এবং সেদেশের প্রেসিডেন্টের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তিতে লিপ্ত হয় সে যদি বন্ধু হতে পারে তাহলে আর শত্রুর প্রয়োজন কি?”
জারিফের দৃষ্টিতে ‘বি’ আদ্যাক্ষরের চার ব্যক্তি বি টিমের সদস্য। বি টিমের ওই চার সদস্য হলেন, সদ্য বরখাস্ত হওয়া মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ বিন জায়েদ।
বিডি প্রতিদিন/আরাফাত