যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে পৃথক সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ছয় ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আরও পাঁচজন। মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলবুকার্কি শহরের তিনটি স্থানে এসব ঘটনা ঘটে।
খবরে বলা হয়, শহরের ১০২৮ লুরা প্লেস এলাকায় রাত ৯টার দিকে গুলির খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে। পরবর্তীতে এদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে রাত পৌনে ৯টার দিকে শহরের রিও ভোলকান অ্যাপার্টমেন্টস এলাকার ১৯১৯ লাডেরাতেও গুলি বিনিময়ের খবর পাওয়া যায়। সেখান থেকে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুইজনের মৃত্যু হয়।
এরও আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাসা বনিটা অ্যাপার্টমেন্টস এলাকা থেকে ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। চুরি করতে যাওয়া এক দম্পতিকে বাধা দিতে গেলে তিনি গুলিবিদ্ধ হন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ