ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসিয়াল পেজ নিষিদ্ধ করেছে ফেসবুক। তার এক পোস্টের প্রেক্ষিতে ফেসবুক এ সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য গার্ডিয়ান'র।
তিনি এক পোস্টে ভোটারদেরকে আরবদের গঠিত একটি সরকারের বিরোধিতা করার আহ্বান জানান। তার মতে, এই সরকার তাদের পুরুষ, নারী ও শিশুসহ সবাইকে ধ্বংস করতে চায়।
ফেসবুক বলছে, এই পোস্টের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ঘৃণ্য মন্তব্য নীতি লঙ্ঘিত হয়েছে। তাই পেজটির অটোমেটিক চ্যাট ফাংশন ২৪ ঘণ্টার জন্য ডিজেবল করেছে ফেসবুক।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই পোস্ট লেখার কথা অস্বীকার করেছেন। নেতানিয়াহু কান রেশেত বেত রেডিওকে এক সাক্ষাৎকারে বলেন, এক কর্মী ভুল করে এটি লিখেছেন। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের জন্য এখন প্রচারণা চালাচ্ছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল