১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:২৩

আসামে নাগরিকত্ব হারানোদের জন্য নির্মিত হচ্ছে অভিবাসী কেন্দ্র

অনলাইন ডেস্ক

আসামে নাগরিকত্ব হারানোদের জন্য নির্মিত হচ্ছে অভিবাসী কেন্দ্র

ফাইল ছবি

ভারতের আসাম রাজ্যে গত ৩১ আগস্ট প্রকাশিত চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। তাদের জন্য নির্মিত হচ্ছে অভিবাসী কেন্দ্র যেখানে সব সুযোগ-সুবিধা রাখা হবে বলে দাবি নির্মাণ প্রকল্প কর্মকর্তাদের। সাতটি ফুটবল মাঠের সমান এলাকার বন উজাড় করে চলছে আশ্রয় শিবির নির্মাণ কাজ ।

আসামের প্রত্যন্ত এই অঞ্চলে অন্তত তিন হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্কুল, হাসপাতাল, খেলাধুলার মাঠ, নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য আবাসিক স্থানসহ নজরদারি টাওয়ারও নির্মাণ করা হচ্ছে।

নির্মাণ পরিকল্পনার প্রকৌশলী রবিন দাস বলেন, এটা ভারতের প্রথম অভিবাসী কেন্দ্র। এখানে যারা থাকবেন তাদের সব ধরণের সুযোগ সুবিধা রাখার ব্যবস্থা করা হচ্ছে। ১৫টি চার তলা ভবন নির্মিত হবে, এদের মধ্যে ১৩টি পুরুষদের ও ২টিতে মেয়েদের থাকার ব্যবস্থা করা হবে।

নির্মাণাধীন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অনেকেরই নাম নেই নাগরিকত্ব তালিকায়। নিজের হাতে গড়া ভবনেই অবৈধ অভিবাসী হিসেবে ঠাঁই হওয়ার শঙ্কা তাড়া করছে তাদের।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর