১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২৪

উত্তপ্ত হংকং, এবার চীনের পক্ষে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

উত্তপ্ত হংকং, এবার চীনের পক্ষে বিক্ষোভ

সংগৃহীত ছবি

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে হংকং। এবার চীনের পক্ষে বিক্ষোভ শুরু হয়েছে হংকংয়ে। শনিবার একটি শপিং মলে মুখোমুখি অবস্থানে চলে আসেন চীনপন্থি ও সরকার বা চীনবিরোধী বিক্ষোভকারীরা।

এই সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সংঘর্ষের পর্যায়ে যাওয়ার আগেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে, গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা আরো গণতন্ত্রের দাবিতে লণ্ঠন ও মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে পাহাড়ে মানববন্ধন করেছেন।

শুক্রবার এই মানববন্ধন হয়। তারা শপিংমলে অবস্থান ধর্মঘটের পরিকল্পনাও করছেন। তিন মাসের বেশি সময় ধরে হংকংয়ে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ চলছে।

সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর