সন্ত্রাসী হামলার ঝুঁকির মধ্যেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আজ শনিবার ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার পরই কান্দাহারে হামলার ঘটনা ঘটেছে যাতে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে দেশ জুড়ে মোতায়েন থাকছেন ৩ লাখ নিরাপত্তাকর্মী। থাকছেন ১ লাখ পর্যবেক্ষক। আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। সেনির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহর কেউই পরিষ্কার বিজয় লাভ করতে পারেননি। দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নবগঠিত প্রধান নির্বাহীর পদ নেন।
এ বছর আফগানিস্তানের ৯৭ লাখ ভোটারের মধ্যে ৩৩ লাখ নারী। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে গেলে ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন।এবারের নির্বাচনে প্রার্থী ১৮ জন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে। আগামী ১৯ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সেখানে বিজয়ী ১৫ জন প্রার্থীকে নিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। ৭ নভেম্বর দেওয়া হবে চূড়ান্ত ঘোষণা।
বিডি প্রতিদিন/ফারজানা