ভারতের ব্যাঙ্গালোরে অবৈধভাবে বসবাসের অভিযোগে কথিত ৬০ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ব্যাঙ্গালোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৩১ জন নারী রয়েছে। খবর দ্য হিন্দুর।
জানা গেছে, ভারতের ফরেনার্স অ্যাক্টের অধীনে তাদের আটক করা হয়েছে। পরে তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হবে। বাংলাদেশে ফেরত পাঠানোর পূর্ব পর্যন্ত একটি আশ্রয় শিবিরে তাদের রাখা হবে।
অবৈধ অভিবাসীরা রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি বলে ব্যাঙ্গালোর সাউথের এমপি তেজাস্বী সুরাইয়া মন্তব্য করা পরই পুলিশ তৎপরতা চালিয়ে তাদের আটক করে। তেজাস্বী সুরাইয়া ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান তাদের রাজ্যেও এনআরসি করার জন্য।
দ্য হিন্দু বলছে, শনিবার কথিত অবৈধ বাংলাদেশি বিরোধী অভিযান শুরু করে পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। অভিযান চালানো হয় রামমূর্তিনগর, বেল্লান্দুর ও মারাথাহালি পুলিশ স্টেশনের অধীনের এলাকাগুলোতে। গ্রেফতারকৃতদের মধ্যে আফ্রিকান নাগরিকও রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক