কিউবায় আমদানি করা যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে ১০টি দেশের মুদ্রার ব্যবহার শুরু হয়েছে।
চলতি মাসের শুরুতে স্থানীয় বাজারে ১০টি দেশের মুদ্রার বিনিময়ে পণ্য কেনাবেচার নীতি অনুমোদন দেয় কিউবা সরকার। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার চালু হয় এই কার্যক্রম।
প্রশাসনের বিবৃতিতে জানানো হয়, কালোবাজারি ও মুদ্রা পাচার ঠেকাতে দেশের বাজারে বৈদেশিক মুদ্রা ব্যবহার নীতি অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন তরান্বিত হবে বলে দাবি সরকারের।
সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়, প্রতি বছর গড়ে ২শ কোটি মার্কিন ডলার কিউবা থেকে অন্যান্য দেশে পাচার হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল