উগ্র-সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদকে মার্কিন সেনারা সমুদ্র উপকূলের দাফন করেছে বলে দাবি করেছে।
আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে যেভাবে সমুদ্রে সমাহিত করার দাবি করেছে মার্কিন বাহিনী, ঠিক একইভাবে আবু বকর আল-বাগদাদিকেও বিতর্কিতভাবে সমুদ্রে সমাহিত করার দাবি করল। খবর পার্সটুডের
মার্কিন সরকার দাবি করছে, গত শনিবার মার্কিন সেনারা অভিযান চালিয়ে সিরিয়ার একটি টানেলের ভেতর বাগদাদিকে আটকে ফেলে এবং বাগদাদি সেখানে নিজেকে বোমা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রী এবং তিন ছেলে ছিল। মার্কিন সেনারা পরে বাগদাদির ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে সমুদ্র উপকূলে সমাহিত করে বলে দাবি করছে। মার্কিন বাহিনীর তিনজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে।
মার্কিন সরকার বলছে, ইসলাম ধর্ম অনুসারী বাগদাদির মৃত দেহ সমাহিত করা হয় তবে কোথায় তার জানাযা অনুষ্ঠিত হয়েছে তা জানাতে অস্বীকার করছে মার্কিন সেনারা। অবশ্য, দুটি সূত্র বলেছে মার্কিন বাহিনী বিমান থেকে সমুদ্রের ভেতরে নিক্ষেপ করে বাগদাদির মৃতদেহ। মার্কিন বাহিনী এ সমস্ত কথা বললেও আন্তর্জাতিক বহু বিশ্লেষক বলছেন যে, বাগদাদির হত্যা নিয়ে এখনো রহস্য রয়েছে এবং মার্কিন বাহিনীর এসব দাবিকে অনেকে নাটক বলে মন্তব্য করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত