যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় শহর লং বিচে বন্দুকধারীর হামলায় ৩ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায় আহত ৯ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া, লং বিচ দমকল বিভাগ টুইট বার্তায় জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টার দিকে ওই এলাকার একটি বাড়িতে বন্দুকধারীর হামলার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার