ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার সংস্থা ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের (বিডিসি) চেয়ারম্যান নির্বাচনের ভোট। নির্বাচনে ৯৮.৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কয়েকটি গ্রাম মিলে হয় একটি কাউন্সিল। এমন ৩১০টি পরিষদে এক হাজারের মতো প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। এগুলোর ২৫টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচনটি অনেকটা বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো।
ফলাফলে দেখা যায়, বিজেপি ৮১টি পরিষদে জিতেছে, কংগ্রেস পেয়েছে একটি, জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যানথারস পার্টি ৮টি এবং স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ২১৭টি আসনে।
জম্মু-কাশ্মীরের প্রধান নির্বাচনী কর্মকর্তা শৈলেন্দ্র কুমার তার টুইটারে ফলাফলের এই তথ্য প্রকাশ করেন। ৯৮.৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে কেন্দ্রীয় সরকারের নির্বাচন কার্যালয় দাবি করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত