ব্রাজিলের পুলিশের সঙ্গে সন্দেহভাজন মাদক পাচারকারীদের গোলাগুলিতে ১৭ জন নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির উত্তরাঞ্চলীয় মানাউস শহরে এ ঘটনা ঘটে। জানা গেছে, তারা পাশের শহরের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রতিদ্বন্দ্বীদেরকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে পুলিশ ও মাদক পাচারকারীদের গোলাগুলিতে বুলেটবিদ্ধ ১৭ জনকে হাসপাতালে নেয়া হলে তাদেরকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে স্টেট সিকিউরিটি সেক্রেটারিয়েট।
প্রসঙ্গত, ব্রাজিলের উত্তরাঞ্চলের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার জন্য বিভিন্ন গ্রুপ প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ