পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকালে করাচি থেকে রাওয়ালাপিন্ডি যাওয়ার পথে লিয়াকতপুরে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের জিও টিভির খবর, বিস্ফোরণের আগুনে ট্রেনের তিনটি বগি ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার এক যাত্রীর রান্নার গ্যাস স্টোভ বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ বলেন, “দুটি রান্নার চুলা বিস্ফোরণে উড়ে গেছে। রাঁধুনিরা তখন রান্না করছিল, তাদের কাছে রান্নার তেল ছিল, যা আগুনে জ্বালানি যোগ করেছে।''
বেশিরভাগ মৃত্যু ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে মারা গেছে বলেও জানান রেলমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন