বৃহস্পতিবার জম্মু এবং কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর ভারতের এই সিদ্ধান্তকে কটাক্ষ করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখমাত্র গ্যাং শুয়াং বললেন, ‘ভারতের এই সিদ্ধান্ত বেআইনি এবং অকার্যকর।’ সেইসঙ্গে চীনের কিছু অংশকে ভারতের অন্তর্ভুক্ত করার অভিযোগ করলেন গ্যাং শুয়াং।
গ্যাং শুয়াং এদিন বলেন, সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে চীনের সার্বভৌম ক্ষমতার প্রতি ভারতের মর্যাদা দেওয়া উচিত। কেননা জম্মু-কাশ্মীরের বিষয়ে চীন কোনও হস্তক্ষেপ করেনি। গ্যাং আরও বলেন, ভারতের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক সমস্যা।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে ভারত। অর্থাৎ, বুধবার মধ্যরাতের পর থেকে আর পৃথক রাজ্য থাকল না জম্মু কাশ্মীর এবং লাদাখ। এর মধ্য দিয়ে উপত্যকার ওপর থেকে ৩৭০ ধারা বাতিল করার ৮৬ দিনের মধ্যে নতুন নিয়ম কার্যকর হলো। সূত্র : কলকাতা টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক