মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিতে সিলমোহর দিয়ে আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করল ইসলামিক স্টেট। সেইসঙ্গে বাগদাদির উত্তরসূরিরও নাম গতকাল বৃহস্পতিবার ঘোষণা করল ইসলামিক এই জঙ্গি সংগঠনটি। আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরেশি আইএসের 'নতুন প্রধান নেতা'।
আইসিসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকে এদিন একটি অডিও রিলিজ করা হয়। সেখানে ইসলামিক জঙ্গি সংগঠনটির মুখপাত্র আবু হামজা আল কুরেশির বিবৃতি রয়েছে। অডিও বিবৃতিতে আইসিসের মুখপাত্র বাগদাদির মৃত্যুর খবর স্বীকার করে, নতুন খলিফার নাম জানিয়ে দেন। আইসিসের আগের মুখপাত্র ছিলেন আবু হাসান আল-মুহাজির। তিনিও নিহত হয়েছেন বলে এদিন জানিয়েছে আইসিস।
এদিনের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুমকিও রয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে 'জরাগ্রস্ত বৃদ্ধ' হিসেবে উল্লেখ করে আইসিসের মুখপাত্র হুঁশিয়ারির সুরে বলেন, বাগদাদির নেতৃত্বে যা হয়েছে, তুলনায় তার থেকেও ভয়ানক দিন আসতে চলেছে। তিনি বলেন, বাগদাদির মৃত্যুতে ইসলামিক স্টেটের এক প্রধান মুছে গেছেন ঠিকই, কিন্তু সংগঠনটি টিকে রয়েছে।
আইসিসের প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার ঠিক দু'দিনের মাথায় ইসলামিক এই জঙ্গি সংগঠনে বাগদাদির অন্যতম উত্তরসূরি নিহত হয়েছেন বলে ২৯ অক্টোবর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ট্যুইট বার্তায় এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ