জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতে হামলার আশঙ্কা কয়েকগুণ বেড়ে গেছে। ভারতের এই সিদ্ধান্ত মানতে পারেনি পাকিস্তান। এরপরেই পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার সতর্কতা জারি রয়েছে গোটা ভারতজুড়ে। এরইমধ্যে একটি সন্দেহজনক ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
শুক্রবার ভোর তিনটায় ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩–এর সামনে। ওই সময়ে বিমানবন্দর থানায় এই সন্দেহজনক ব্যাগের উপস্থিতির ব্যাপারে জানিয়ে অভিযোগ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চলে আসেন সিআইএসএফের টিমও। এলাকাটি ঘিরে ফেলে ব্যাগটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের সে সময় টার্মিনালের ভিতরে ঢুকতেও দেওয়া হয়নি। টার্মিনালের সামনের রাস্তাও সাময়িক বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক তৈরি হয়। তবে ব্যাগ তল্লাশি করে বিশেষ কিছুই মেলেনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক