২ নভেম্বর, ২০১৯ ০৫:১৪

'৭৫ হাজার ইয়েমেনিকে হত্যা করেছে সৌদি জোট'

অনলাইন ডেস্ক

'৭৫ হাজার ইয়েমেনিকে হত্যা করেছে সৌদি জোট'

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বেসরকারি উন্নয়ন সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট (এসিএলইডি) এর নতুন এক প্রতিবেদন অনুযায়ী, চার বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে প্রাণ হারিয়েছে এক লাখেরও বেশি মানুষ। 

জাতিসংঘসহ বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংস্থাটির হিসেব অনুযায়ী, হত্যার শিকার ইয়েমেনিদের মধ্যে অন্তত ৭৫ হাজার সৌদি জোটের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হামলায় প্রাণ হারিয়েছেন।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ বলছে, এই যুদ্ধের কারণে এক কোটিরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর