ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ বায়ূ দূষণরোধে ডিজেল চালিত যানবাহনের পরিবর্তে বিদ্যুৎ চালিত বাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এছাড়া, বিদ্যুৎচালিত গণপরিবহনের ব্যবস্থা করতে ভারতের পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রকল্পে একশ' কোটি ইউরো অর্থ সহায়তা দেয়ার আশ্বাসও দেন তিনি।
এসময়, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, সেখানে উন্নতির প্রয়োজন আছে বলে মন্তব্য করেন অ্যাঙ্গেলা মের্কেল।
এদিকে, ভারতীয় গণমাধ্যম জানায়, দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যিক ও কৌশলগত ক্ষেত্রে সমন্বয় জোরদারের সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি ও অ্যাঙ্গেলা মের্কেল। বৈঠকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের কারণগুলো তুলে ধরার পাশাপাশি এ অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কেলকে জানান ভারতের প্রধানমন্ত্রী।
বিডি প্রতিদিন/আরাফাত