গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। শনিবার সকালে ওই হামলা চালানো হয়।
ফিলিস্তিনের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, নিহত ওই ব্যাক্তির নাম আহমেদ আল-শেহরি (২৭)। ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।
ফিলিস্তিনি গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে যে, হামলায় গাজার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সশস্ত্র সংগঠন হামাসের প্রশিক্ষণ শিবিরকে টার্গেট করা হয়। গোষ্ঠিটি বর্তমানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তারা তিনজন একটি প্রশিক্ষণ শিবিরের কাছে বসে কথা বলছিলেন। এমন সময় ওই বিমান হামলা হয়।
এর আগে শুক্রবার ফিলিস্তিন থেকে ১০টি রকেট হামলা হয় ইসরায়েলে। তার মধ্যে আটটি ধ্বংস করে দিতে সক্ষম হলেও দুটি দেশটির মধ্যে আঘাত হানতে সক্ষম হয়। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর জবাবেই হামাসের ওপর বিমান হামলা চালানো হয়।
বিডি প্রতিদিন/আরাফাত