অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এখন পর্যন্ত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এ ঘটনা ঘটে। এতে দুই ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য করে হামাস অবরুদ্ধ গাজা থেকে অন্তত ১০টি রকেট ছোড়ে। পরে এর প্রতিক্রিয়ায় বিমান হামলা চালানো হয়।
ফিলিস্তিনিরা ১৯৬৮ সাল থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজভূমির অধিকার পাওয়ার আশায় লড়াই করে আসছে। ২০০৫ সালে গাজার পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সীমান্তে সহিংসতা বন্ধে ইসরায়েলকে বেশ কয়েকবার সতর্ক করে আসছে জাতিসংঘ।
বিডি প্রতিদিন/এ মজুমদার