ভূমধ্যসাগর থেকে ২০০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ১৭১ জন বাংলাদেশি । উদ্ধারকৃতদের লিবিয়ার রাজধানী ত্রিপোলীর উপশহর জানজুর এবং আবু সেলিম ডিটেনশন সেন্টারে হস্তান্তর করা হয়েছে।
লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩০ অক্টোবর লিবিয়া উপকূল থেকে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে ১৭১ বাংলাদেশিদের উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে দূতাবাস থেকে লিবিয়ার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ডিটেনশন সেন্টার দুইটি পরিদর্শন এবং উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকারের অনুমতি গ্রহণ করা হয়। ৩১ অক্টোবর দূতাবাস থেকে জানজুর ডিটেনশন সেন্টার পরিদর্শন করা হয়।
উদ্ধারকৃত নাগরিককে দেশে প্রেরণসহ সকল প্রকার আইনগত সহায়তা প্রদানের জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সাথে দূতাবাস থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা