ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি লরি থেকে ৩১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তারা সবাই পাকিস্তানের নাগরিক।
শনিবার প্রসিকিউটররা জানিয়েছেন, ওই লরিটির চালকও পাকিস্তানি। তাকে আটক করা হয়েছে।
সম্প্রতি ব্রিটেনের সাসেক্সে একটি লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধার করা হয়। তারা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক বলে মনে করছে ব্রিটেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফ্রান্সের লরি থেকে অবৈধ অভিবাসীদের উদ্ধারের খবর এল।
ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, শুক্রবার ইতালীয় সীমান্তের নিকট মোটরওয়েতে রুটিন চেক চলাকালীন ৩১ জন পাকিস্তানি অভিবাসীর দলটি সনাক্ত করা হয়। তাদের মধ্যে তিন জন কিশোর রয়েছে। এসব অবৈধ অভিবাসীকে ইউরোপের অভিবাসন প্রক্রিয়া অনুসারে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ফ্রান্স।
মাত্র কয়েকদিন আগেই বেলজিয়ামে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ১২ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে ১১ জন সিরিয়ার নাগরিক এবং একজন সুদানের নাগরিক।
সূত্র: দ্য লোকাল
বিডি প্রতিদিন/কালাম