ভারত সরকারের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ স্পাইওয়্যারের মাধ্যমে সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর ফোন হ্যাকের অভিযোগ তুলেছে কংগ্রেস নেতা রন্দিপ সুর্জেওয়ালা। রবিবার সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
এর আগে, শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও একই অভিযোগ তোলেন।
কংগ্রেস নেতা রন্দিপ সুর্জেওয়ালা বলেন, হোয়াটসঅ্যাপ থেকে প্রিয়াঙ্কার কাছে সন্দেহজনক একটি বার্তা আসে, যা আরও কয়েকজনের কাছে পাঠানোর পর তাদের ফোন হ্যাক হয়।
উল্লেখ্য, এর আগে, হোয়াটসঅ্যাপের সার্ভার ব্যবহার করে ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এনএসও'র বিরুদ্ধে পেগাসাস নামের একটি স্পাইওয়্যার ছড়ানোর অভিযোগ করে ফেসবুক। স্পাইওয়্যারটির মাধ্যমে ২০ দেশের ১৪শ ব্যক্তির ওপর নজরদারি করে, যাদের মধ্যে ১২১ জন ভারতীয় ছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ