ফিলিস্তিনের জেরুজালেমের উত্তর-পশ্চিম এলাকায় এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা ইতোমধ্যে তোলপাড় সৃষ্টি করেছে ইন্টারনেট দুনিয়ায়। খবর ডেইলি সাবাহ ও প্রেস টিভি’র।
প্রতিবেদনে বলা হয়, আল-জাইম চেকপয়েন্টে নিরস্ত্র ওই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক ফিলিস্তিনি যুবককে চেকপয়েন্ট থেকে ফিরে যেতে বলা হয়। ওই তরুণ ফিরে গেলে পেছন দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনাটি দেড় বছর আগের বলে ধারণা করা হচ্ছে। তবে, ভিডিওটি সম্প্রতি অনলাইনে প্রকাশ পায়।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম