ভারতের বাবরি মসজিদের বিরোধপূর্ণ জমি রামজন্মভূমি ট্রাস্টকে হস্তান্তরে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
একইসঙ্গে, নতুন একটি মসজিদ নির্মাণে ৫ একরের বিকল্প কোনও জমি বরাদ্দের নির্দেশও দিয়েছেন আদালত।
ভারতের প্রধান বিচারক রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতির ভিত্তিতে শনিবার এই রায় দেন। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজারের।
উল্লেখ্য, এক দশক আগে আল্লাহাবাদ হাইকোর্টে হিন্দু ও মুসলমান মকদ্দমাকারীদের মাঝে জায়গাটি আনুপাতিক হারে ভাগ করে দেওয়ার রায় দিয়েছিলেন।
পরবর্তী সময়ে ওই বিচারের বিরুদ্ধে দুই পক্ষই উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন।
আল্লাহবাদ হাইকোর্টের ওই রায়ে যৌক্তিকতার অভাব ছিল বলে সুপ্রিম কোর্টের বিচারকরা দাবি করেন। শীর্ষ কোর্ট বলেন, পুরো জমিটিকে সামগ্রিক ভূখণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে।
বিডি প্রতিদিন/কালাম