জাপানের সাবেক এক সংসদ সদস্যকে চীনের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। চীনে মাদক পাচারের মামলায় অভিযুক্ত জাপানি ওই সাবেক সংসদ সদস্যের নাম তাকুমান সাকুরাগি। তিনি জাপানের মধ্যাঞ্চলের আইছি অঞ্চল থেকে দেশটির নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, চীনে মাদক পাচারের অভিযোগে শুক্রবার ৭৬ বছর বয়সী তাকুমানকে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন গুয়াংঝুর প্রাদেশিক আদালত। ছয় বছর ধরে এ মামলাটি চলছিল।
২০১৪ সালে মামলার শুনানি শেষ হলেও আইনি জটিলতায় পড়ে সে সময় রায় দেয়া যায়নি।
স্ক্যাম্প নিউজ জানিয়েছে, ২০১৩ সালে চীনের গুয়াংঝু প্রদেশের বেইয়ান বিমানবন্দর থেকে আটক হন জাপানের ওই প্রবীণ রাজনীতিবিদ। সেদিন তার লাগেজ তল্লাশি করে প্রায় তিন কেজি তিনশ গ্রাম মেথামফেটামিন নামক মাদক জব্দ করা হয়।
মামলার শুরু থেকেই মাদক পাচারের সঙ্গে জড়িত নন বলে দাবি করে আসছেন তাকুমান সাকুরাগি। তিনি বলছেন, তার লাগেজে পাওয়া সেসব মাদক তার ছিল না, তাকে কেউ ফাঁসিয়েছেন। তবে এমন দাবি করলেও আদালতে এর স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। অবশেষে পাঁচ বছর ঝুলে থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন এই সাবেক জাপানি এমপি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম